কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২৮
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ২৮ জন আহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিছিল নিয়ে যোগদানের সময় নেতা-কর্মীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও গুলি করে। গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ১৮ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলামসহ ৮-১০ জন নেতা অবস্থান করছেন। পুলিশ বাইরে অবস্থান নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে বের হলেই তাদের আটক করা হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সংঘর্ষের ঘটনায় তিনিসহ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এসজি