জেলহত্যা দিবসে কর্মসূচি না থাকায় সভাপতি-সম্পাদককে বহিষ্কারের দাবি
জাতীয় চার নেতার স্মরণে আজ জেলহত্যা দিবস পালিত হচ্ছে। আর এ দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কোনো কর্মসূচি না থাকা এবং পালন না করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়মকালে এ দাবি জানানো হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ক্ষুব্ধ নেতৃবৃন্দ ও কর্মীরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মতবিনিয়মকালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, জেলহত্যা দিবসে সকালে আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে যাই। সেখানে গিয়ে দেখি দলীয় কোনো কর্মসূচি গ্রহণ করেননি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। পরে ক্ষোভে আমারা দলীয় কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। এরপর ভূঞাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করি।
তারা আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সালাম পিন্টুর ভাই কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সঙ্গে আঁতাত করে দল থেকে বহিষ্কৃত ব্যক্তিদের নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা। এমন কর্মকাণ্ডে অবিলম্বে তাদের বহিষ্কারসহ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার জন্য জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানাই।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, খন্দকার জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম আজাহার, সাবেক যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ প্রমুখ।
এদিকে এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতার কাছে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করে কেটে দেন।
এসআইএইচ