সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেপ্তার ২
মাদারীপুরের ডাসার উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ ডাসারের বাবুল সরদারের ছেলে সফিক সরদার (১৯) ও নবগ্রামের সিরাজ শিকদারের ছেলে লিমন শিকদার (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ অক্টোবর) ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতগ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয়রা। ওই অনুষ্ঠানে চলাকালে বাক-বিতণ্ডায় জড়ায় দুই পক্ষ। নাদিম, শফিকসহ বেশ কয়েকজনকে মারধর করে প্রতিপক্ষরা। পরে শুক্রবার বিকালে একই গ্রামের কদমপট্টি এলাকায় সাব্বির, আসিব, আফজাল, লিমনসহ বেশ কয়েকজন মিলে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে অভি সরকার, অভিজিৎ, অমিত, ব্রত ও রিনাসহ উভয় পক্ষের ৭ জন আহত হন।
এদিকে এ ঘটনায় শনিবার (২৯ অক্টোবর) ডাসার থানায় একটি মামলা করেন অভি সরকারের বাবা অমল সরকার। পরে এ মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সফিক সরদার ও লিমন শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসজি