জমির বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজীপুরে জমির বিরোধের জের ধরে চাচাতো ভাই আব্দুল জলিলকে (৫২) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জলিল সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী মধ্যেপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসীর বরাত দিয়ে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই ইদ্রিস আলী ও সিদ্দিকুর রহমানদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল আব্দুল জলিলের। জলিল বাড়ির অদূরে স্থানীয় মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি গেলে দুর্বৃত্তরা লাঠি-সোটা দিয়ে জলিলের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জলিলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে নিহতের চাচাতো ভাইদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআইএইচ