মোটরসাইকেলে ৩ স্কুলছাত্রের ঘুরাঘুরি, প্রাণ হারাল সহপাঠী
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাইভেট পড়তে এসে মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. লিটন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ তার দুই বন্ধু ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত লিটন গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জ্যোতআতাউল্ল্যা গ্রামের আয়নাল হকের ছেলে। আহত দুই বন্ধু একই গ্রামের জহির উদ্দিনের ছেলে মারুফ (১৫) ও খলিলুর রহমানের ছেলে শাওন (১৫) এবং পথচারী ফলদা ঘোনাপাড়া হাজী আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৪৫)।
নিহত লিটনসহ তার আহত দুই বন্ধু ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, সকালে বাড়ি থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় একই স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে আসে। তারা কোচিংয়ে বই রেখে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথিমধ্যে রাস্তায় এক পথচারীর সঙ্গে ধাক্কা লেগে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চারজনই গুরুতর আহত হয়।
এরপর ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে থেকে মোটরসাইকেল আরোহী লিটনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তার বন্ধু মারুফ ও পথচারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত শাওন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত লিটনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এসআইএইচ