স্বপ্নের দেশ ইতালি যাওয়া হলো না ভৈরবের যুবকের
মাত্র ৮ মাস পুর্বে একই উপজেলার কালিকাপ্রসাদের আদর্শপাড়া গ্রামের নুরুন্নবীর মেয়ে মুন্নি বেগমকে বিয়ে করেন রসুলপুরের বীরমুক্তিযোদ্ধা মাঈনউদ্দিন মাষ্টারের ছেলে শাহিন। পরিবারে সচ্ছলতা ফেরাতে শাহিন দালালের প্ররোচনায় স্বপ্নের দেশ ইতালীর উদ্দ্যেশ্যে রওনা হয় লিবিয়া।
সেখানে দালাল বুলবুল শাহিনকে জিম্মি করে নির্যাতন চালাতে থাকে টাকার জন্য। ছেলেকে নির্যাতন থেকে বাচাঁতে ২ দফায় ৮ লাখ টাকা দালালের পিতার হাতে তুলে দেয় শাহিনের পিতা। টাকা দেওয়ার পর থেকে শাহিনের আর কোন খাঁজ পাওয়া যাচ্ছেনা তার পরিবার। জীবিত অথবা মৃত শাহিনকে ফিরে পেতে চায় তার পরিবার।
এ বিষয়ে প্রতিকার চেয়ে দেশের দুতাবাসে যোগাযোগ করলে সরকার ব্যবস্থা নেবে এমন আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত ৮ অক্টোবর শাহিন ফোন করে কাঁদতে কাঁদতে বলে বোন আমাকে বাচাও। আমি এখন লিবিয়ার সাগরপাড়ে দালাল বুলবুলের হাতে বন্ধি। ওরা আমাকে অনেক মারধর করছে টাকার জন্যে। আমাকে বাচাতে চাইলে এখন ৪ লাখ টাকা দালাল বুলবুলের বাড়িতে পাঠিয়ে দাও নইলে ওরা আমাকে গুলি করে মেরে সাগরে ফেলে দেবে।
ভাইয়ের জীবন বাচাঁতে বোন তার স্বামী মঞ্জু মিয়াকে দিয়ে ৪ লাখ টাকা দালাল বুলবুলের পিতা ইলিয়াছ মিয়াকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসে। টাকা দেওয়ার পর থেকে আজও পর্যন্ত শাহিনের সাথে কোন যোগাযোগ করা যাচ্ছেনা। শাহিনের খোঁজ জানতে দালারের বাড়িতে গেলে দালালের লোকজন দুর্ব্যাবহার করে।
প্রায় ১১দিন পেরিয়ে গেলেও শাহিনের খোজঁ পাচ্ছেনা তার পরিবার। শাহিনের জন্য পরিবারের লোকজনের কান্না ছাড়া আর কিছুই করার নেই। সরকারের কাছে আকুল আবেদন করেন যে কোন ভাবেই হোক শাহিনকে জীবিত অথবা মৃত স্বজনদের কাছে ফিরে দিতে।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার সাদিকুররহমান সবুজ বলেন কর্মসংস্থানের জন্য সরকারি ভাবে প্রশিক্ষনের মাধ্যমে স্বল্প টাকায় দুতাবাসে থেকে নিবন্ধনের মাধ্যমে তারা বৈধ উপায়ে বিদেশ যেতে পারে। কিন্তু দেখা গেছে যে ইউরোপ কোন দেশের যাওয়ার জন্য কিছু দালাল যুবকদের প্রলুব্ধ করে ট্রানজিট হিসেবে মিডেলইষ্টের কোন কান্ট্রিকে ব্যবহার করে সেখান থেকে নৌপথে বিশেষ করে লিবিয়া থেকে ইতালীসহ বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যাওয়ার প্রলোভন দেখায়।
শাহিন নামে নিখোঁজ ব্যাক্তির স্বজনরা যদি থানায় অভিযোগ করেন অথবা দেশের দুতাবাসের সাথে যোগাযোগ করা হয় তাহলে অবশ্যই তার ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে বলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিকুররহমান সবুজ সরকারের কাছে দাবী খুব শীঘ্রয় শাহিন জীবিত অথবা মৃত্য ফিরে আসবে স্বজনদের মাঝে এমনটাই মনে করছেন এলাকাবাসী।
এএজেড