টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২৪
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ২৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (২৩ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) মেহেদি হাসান দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরের টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার বস্তি এলাকার মৃত দিলীপ দাসের ছেলে সঞ্জিত দাস (২০), একই এলাকার ইয়াসিনের ছেলে সাকিব (২৪), আমীর হোসেনের ছেলে আরিফ হোসেন (২৫), মৃত আব্দুল কবিরের ছেলে স্বপন মিয়া (১৯), শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজেনপুর গ্রামের মৃত হানিফ কবিরাজের ছেলে মানিক (২০), নরসিংদীর রায়পুরা উপজেলার ঘাগুটিয়া গ্রামের মৃত এলাহী ভরসার ছেলে আবুল কালাম (২৮), চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ধোয়াপাকা গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে সাব্বির (২০), টঙ্গীর মাছিমপুর বস্তি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মধু মিয়া (২৮), রাজধানীর দক্ষিনখান উপজেলার কোটবাড়ী গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াজ (১৯), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে জিহাদুল (২৪), সিলেটের বিশ্বনাথপুর উপজেলার রশিদপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে সুমন মিয়া (২৬), সাতক্ষীরার আশাশুনি উপজেলার রুইয়ারবিল গ্রামের জামাত আলি শামীমের ছেলে নাঈম (২০), বরিশালের গলাচিপা উপজেলার চরকাজর গ্রামের কামাল হোসেনের ছেলে রাফি (১৮), ফকির (৪০), রানা (২৯), পারভেজ (২০), জসিম (৩০), আব্দুর রব (২৫), সুরুজ মিয়া (৩০), আছর আলী (২৮), বিপ্লব (১৮), বিনোমোহন ত্রিপুরা (২০), মারুফ (১৮) এবং আলিফ (১৬)। তারা টঙ্গীর বিভিন্ন এলাকায় ভাড়া থেকে ডাকাতি করে থাকে।
জিএমপির সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) মেহেদি হাসান দিপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে টঙ্গী পশ্চিম থানার টঙ্গী ব্রিজের উত্তর পাশে হাজী মাজার বস্তির সামনে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ রাত দেড়টায় অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫টি চাকু, একটি দা, ৪টি চাপাতি, ১টি শাবল, ১টি রেঞ্জ, ১টি খুর, ৯টি চোরাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসজি