অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
রাজবাড়ীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। শনিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মিজানপুর ও বরাট ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইদুল ইসলাম জানান, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে পদ্মা নদীতে জেলা প্রশাসনের ইজারা দেওয়া এলাকার বাইরে থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ওয়াজ মন্ডল নামে এক ব্যক্তি।
দুপুরে ওই স্থানে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ওয়াজ মন্ডলের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
একইভাবে বরাট ইউনিয়নে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে যেন তারা এ ধরণের অপরাধ না করে সেজন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এএজেড