যমুনায় মা ইলিশ শিকার করায় দুই জেলেকে জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে ২ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান।
এর আগে বুধবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার যমুনার নিকরাইল ও গাবসারা নদী এলাকায় মা ইলিশ নিধন রোধে অভিযান চালায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও গোবিন্দাসীর ভূঞাপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে যৌথ অভিযানে মা ইলিশসহ বিভিন্ন এলাকার ২ জেলেকে আটক এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-ঘাটাইল উপজেলার আনহেলা ইউনিয়নের যদুরপাড়া গ্রামের মৃত ইবরাহীমের ছেলে জহির উদ্দিন ও কালিহাতী উপজেলার কালিয়া গ্রামের শাহীনের ছেলে মো. টুটুল। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ওই দুই জেলেকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের ব্যবহৃত ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এসআইএইচ