পুলিশের ভয়ে পালাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
সাভারের আশুলিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে সুলতান আহমেদ বেপারী (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, নিজ বাড়ির ছাদ থেকে পাশের বাড়ির ছাদে যাওয়ার সময় দুই বাড়ির মাঝখানে পড়ে তার মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে নিহতের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর আগে গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১২টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুলতান পালাতে গেলে এ ঘটনাটি ঘটে।
নিহত সুলতান (৪৫) আশুলিয়ার টংগাবাড়ী হাজি আম্বিয়া স্কুল এলাকার মতি বেপারী ছেলে। তিনি ইটখোলার ব্যবসা করতেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, গতকাল মধ্যরাতে সুলতানের বাড়িতে পুলিশ তাকে ধরতে আসে। পরে পুলিশ অনেক খোঁজাখুজির পরে তাকে না পেয়ে তারা চলে যায়। বুধবার সকালে স্থানীয় এক নারী তার লাশ দেখতে পায়। পরে সবাইকে জানালে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
তারা আরও জানান, সুলতানের নামে টাকা লেনদেন ও চেক জালিয়াতির মামলা ছিল।
সালাম নামের এক ব্যক্তি জানান, গতকাল রাতে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাচিব সিকদার আমাদের এলাকায় আসামি ধরতে আসে। প্রথমে আমার মামা মিয়াজুদ্দিন বেপারীকে আটক করে। পরে সুলতান ভাইকে গ্রেপ্তার করতে গেলে ভয়ে সুলতান ভাই পালানোর চেষ্টা করে। তারা রাতের বেলায় এলাকায় এসে অনেক হামতাম করে। যার ফলে সুলতান ভাই ভয়ে পালানোর চেষ্টা করে। পরে পালাতে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, আমরা গতকাল রাতে সুলতানকে গ্রেপ্তার করতে গিয়েছিলাম। তার নামে একটা ওয়ারেন্ট ছিল। সেই সময় অনেক খোঁজাখুজির পরে তাকে না পেয়ে আমরা ফিরে আসি। সকালে জানতে পারি তিনি পালাতে গিয়ে বিল্ডিং থেকে পরে মারা গেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
এখানে পুলিশের কোনো গাফিলতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশের কোনো গাফিলতি নাই। পুলিশ আসামি ধরতে আসছে। তারা দেড় ঘণ্টা পরে দরজা খুলছে। পরে পুলিশ আসামি না পেয়ে চলে যায়। আজ সকালে জানতে পারি সে পালাতে গিয়ে মারা গেছে।
এসআইএইচ