গাজীপুরে বিপন্ন প্রজাতির ২টি অজগর উদ্ধার, গ্রেপ্তার ১
গাজীপুরে বিপন্ন প্রজাতির দুইটি অজগর উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহন মিয়া গাজীপুরের পূবাইল থানার খোরাইদের সাপুড়ে পাড়ার বালা মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৮ অক্টোবর ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার আলমগীর হোসেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ানের নেতৃত্বে জিএমপি সদর থানার একটি দল মহানগরের সদর থানা এলাকার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে বার্মিজ পাইথন জাতীয় দুটি দুর্লভ অজগর সাপ উদ্ধার করে। এ সময় দুর্লভ সাপটি পাচারের সঙ্গে জড়িত মোহন মিয়া (২৭) কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত অজগর দুটির একটি ৬ ফিট এবং অপরটি ১২ ফিট লম্বা।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে বিরল প্রজাতির অজগর সাপ সংগ্রহ করে পাচার করে তারা এবং এই সাপ দুটিও পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল সে। বিপন্ন প্রজাতির এই অজগর সাপ দুটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআইএইচ