চাকরির মেলায় ভাগ্য খুলল শতাধিক তরুণ-তরুণীর
মানিকগঞ্জের শিবালয় উপজেলার কলাগাড়ীয়া গ্রামের লিজা আক্তার জেলার একটি সরকারি বিদ্যাপীঠ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) সম্পন্ন করেছেন। উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরপরই বিয়ে হয় লিজার। স্বামী-সন্তান নিয়ে সুখী সমৃদ্ধভাবে জীবন কাটাতে দীর্ঘদিন ধরেই একটি চাকরির খোঁজে ছিলেন তিনি। তার এই দীর্ঘদিনের প্রতীক্ষিত আশা 'জব ফেয়ার'-এ এসে পূরণ হলো। চাকরি পেলেন একটি ই-কমার্স প্রতিষ্ঠানে। সম্মানজনক একটি চাকরি পেয়ে উচ্ছ্বসিত লিজা আক্তার।
মানিকগঞ্জ জেলা থেকে বেকারত্ব দূরীকরণের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে শিবালয় উপজেলা প্রাঙ্গণে এই 'জব ফেয়ার' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান মেলার উদ্বোধন করেন।
চাকরি প্রার্থী খোঁজা ও উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য মেলায় সরকারি-বেসরকারি মোট ৩১টি স্টল অংশগ্রহণ করে। যোগ্যতার বিচারে এই মেলা থেকে বেকার চাকরি প্রার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি খোঁজার সুযোগ পেয়েছেন। চাকরির জন্য নিবন্ধন করে প্রায় সহস্রাধিক তরুণ-তরুণী। এর মধ্যে শতাধিক তরুণ-তরুণীর চাকরির ব্যবস্থাও হয়।
মানিকগঞ্জকে বেকারমুক্ত করাই প্রশাসনের উদ্দেশ্য জানিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, আজ শিবালয় উপজেলার বেকারত্ব দূরীকরণের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। এরপর বাকি উপজেলাগুলোতেও এই মেলার আয়োজন করা হবে।
জনশক্তিকে জনসম্পদের রূপান্তরিত করতে হবে মন্তব্য করে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেন, এ দেশের মানুষের জন্য প্রতিনিয়ত ভাবতে হয় সরকারের। দেশকে এগিয়ে নিতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সবাই মিলে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। সেজন্য সরকার বেকারদের চাকরি, উদ্যোক্তাদের ঋণ দিয়ে সহয়তা করছেন। যাতে করে কেউ বেকার না থাকে।
এসময় পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসজি