টাঙ্গাইলে শ্রেষ্ঠ পুলিশ অফিসার, পেলেন ক্রেস্ট সম্মাননা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম, স্পর্শকাতর মামলা ইত্যাদি কাজের অগ্রগতি ও সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারে গ্রেপ্তারি পরোয়ানা তামিল আসামি গ্রেপ্তারে বিশেষ ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখায় টাঙ্গাইলে শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন ফাহিম ফয়সাল তরফদার। তিনি জেলার ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ লাইন টাঙ্গাইলে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় ক্রেস্ট তুলে দেওয়া হয়।। এসআই ফাহিম ফয়সালের হাতে সম্মাননা তার হাতে ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাসহ বিভিন্ন থানা অফিসাররা উপস্থিত ছিলেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ফাহিম ফয়সাল তরফদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেন, গত সেপ্টেম্বর মাসে উপজেলায় মাদক উদ্ধার, বাল্য বিয়ে রোধ, বিট পুলিশিংয়ে সেবার মান বৃদ্ধি, বিশেষ করে গ্রেফতারী পরোয়ানা তামিল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হই। এসব ভাল কাজের স্বীকৃত হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করে। আগামীতে আরও ভাল কাজ করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এএজেড
