টাকা ফেরতের কথা বলে ধর্ষণ, কাউকে না জানাতে শপথ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
টাঙ্গাইলের ভূঞাপুরে এক সন্তানের জননীকে ধর্ষণ ও প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াসহ নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে কথিত প্রেমিক বেল্লাল নামে এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া এলাকায় । এ ঘটনা কাউকে বললে তার সন্তানকে প্রাণনাশের হুমকিও দেন বেল্লাল।
ধর্ষণ, নির্যাতনের বিচার ও পাওনা টাকা ফেরত চেয়ে বুধবার (১২ অক্টোকর) রাতে বেল্লালের বাড়িতে উঠেন ভুক্তভোগী নারী । পরে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন বেল্লালের স্ত্রী ও তার মা। এর পর থেকে বেল্লাল পলাতক রয়েছেন।
ভুক্তভোগী নারী জানান, বেল্লাল বালু ব্যবসার নামে আমার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা ধার নিয়েছে। টাকা নেওয়ার পর থেকে নানা সময়ে কু-প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হলে পাওনা টাকা ফেরত দেবে না বলে সে জানায়। এক পর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বলে বেল্লাল তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণ ও টাকা ধার নেওয়ার বিষয়টি কাউকে না বলি এ জন্য শপথ করান এবং কাউকে বললে আমার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় বেল্লাল।
তিনি জানান, বেশ কয়েক মাস ধরে সেই পাওনা টাকা চাইলে টালবাহানা করে বেল্লাল। এ নিয়ে গ্রাম্য সালিশে মিমাংসার কথা বলেও মিমাংসা করেনি। পরে বাধ্য হয়ে ধর্ষণের বিচার ও পাওনা টাকা ফেরতের জন্য বেল্লালের বাড়িতে উঠলে বেল্লালের মা ও স্ত্রী ক্ষুব্ধ হয়ে আমাকে মারধর করে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগীর স্বামী বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন। এরই মাঝে বেল্লালের সঙ্গে তার দীর্ঘদিনের টাকা লেনদেনের সম্পর্ক ছিল। শুনেছি বিভিন্ন ব্যাংক থেকে লোন তুলেছিল। সেই টাকা বালু ব্যবসায়ী বেল্লালকে ধার দেন।
এদিকে এ বিষয়টি অস্বীকার করে বেল্লালের স্ত্রী ও মা জানান, বেল্লালের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর তাকে মারধরও করা হয়নি। এ ছাড়াও বেল্লাল তার কাছ থেকে টাকাও ধার নেয়নি। এ ঘটনার বিষয়ে জানতে বেল্লালকে তার বাড়িতে পাওয়া যায়নি, ফোন করলেও রিসিভ করেননি।
এ ব্যাপারে গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার জানান, ভুক্তভোগী ওই নারী কয়েকদিন আগে আমার কাছে এসেছিল। সে জানিয়েছে বেল্লাল তার ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে এবং টাকার লভ্যাংশ দিয়ে আসছিল। পরবর্তীতে বেল্লালের কাছে জানতে চাইলে বেল্লাল তার থেকে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করায় ওই নারীকে সাক্ষী-প্রমাণ নিয়ে আসতে বলেছি। আজকে জানতে পারলাম বেল্লাল তাকে ধর্ষণ করেছে এবং তার বাড়িতে উঠেছে।
এসআইএইচ
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)