নরসিংদীতে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ (মেশিনঘর) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাকের চাপায় আহত আবুল কালামকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে। এ ঘটনায় আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর মহাসড়কের পাশে মাহমুদাবাদ অস্থায়ী সবজির বাজার বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
নিহতরা হলেন- রায়পুরার মাহমুদাবাদের মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক (৬২), বেলাব উপজেলার পোরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম (৫৫), ভৈরব ফেরিঘাট এলাকার বজলু মিয়া (৬০) এবং নীলকুঠি এলাকার সোনা মিয়ার ছেলে আবুল কালাম।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সবজিবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা অতিক্রমের সময় বিপরীত দিকে সড়কের পাশে দাঁড়ানো যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি অস্থায়ী সবজি বাজারে ঢুকে বাজারে থাকা ক্রেতা-বিক্রেতাদের চাপা দিয়ে উল্টে যায়। ট্রাকের নিচে অন্তত পাঁচজন চাপা পড়েন। তাদের মধ্যে দুই সবজি বিক্রেতার মৃত্যু হয়। আহতদের প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে তিনজনকে ঢাকায় পাঠানো হয়।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। এসময় দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়।
মোবারক হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অটোরিকশাসহ বাজারে থাকা লোকজনকে চাপা দেয়। দুর্ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা ক্ষোভ জানিয়ে বলেন, মহাসড়কে সিএনজিসহ নিষিদ্ধ যানবাহন পুলিশের সামনেই চলাচল করছে। সিএনজির কারণে প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটছে। কিছুদিন পরপর ছোট-বড় দুর্ঘটনায় মানুষ মারা যায়। এ রকম দুর্ঘটনা থেকে মুক্তি চাই।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, ভৈরব থেকে গ্যাস নিয়ে ফেরা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সবজিবাজারে ঢুকে উল্টে গিয়েছিল ট্রাকটি। এ দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। ট্রাক ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান, ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মনজুর এলাহী।
মহাসড়কের পাশে অবৈধ বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
উল্লেখ্য, গত ৩০ জুন একই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পাঁচ কৃষককে চাপা দিয়েছিল। এতে তারা নিহত হন। নিহত মাহমুদাবাদের মেশিনঘর এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০), জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৬৪), সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩৫), তায়েব মিয়ার ছেলে মাসাকিন মিয়া (৪৫) এবং ফজর আলীর ছেলে ফারুক মিয়া (৫০) দুর্ঘটনার সময় দাঁড়িয়ে সবজি বিক্রি করছিলেন।
এসজি