আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও কম্পাসযুক্ত স্টিলের চাকু উদ্ধার করা হয়।
রবিবার (২ অক্টোবর) দুপুরে তাদেরকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটায় আশুলিয়ার আমিন মডেল টাউন এলাকার সালমা জামানের প্লট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-আশুলিয়া থানার পাড়াগ্রাম এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে মোঃ আরমান হোসেন (২৪) এবং একই এলাকার শরিফুল ইসলামের ছেলে রোহান ইসলাম (১৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১অক্টোবর) দুপুর আড়াইটায় র্যাব-৩ এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানার আমিন মডেল টাউনের সালমা জামানের প্লটে অভিযান চালায়। এ সময় বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সিলভার রঙের আধা স্বয়ংক্রিয় ৭.৬৫ মিলিমিটার একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং একটি কম্পাসযুক্ত স্টিলের চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিবার সকালে র্যাব-৩ এর অভিযানিক দলের ডিএডি মোঃ আব্দুল আউয়াল বাদী হয়ে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো. সোহেল রানা বলেন, গতকাল রাতে র্যাব-৩ এর একটি দল অস্ত্রসহ দুই আসামিকে থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।