শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে মতি মুন্সি (৩০) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইউনিয়নের মৃধা কান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টা পাঁচ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মতি মুন্সি ওই ইউনিয়নের করিম মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি দখলকে কেন্দ্র করে প্রতিবেশি মৃধা পরিবারের সঙ্গে দীর্ঘদিন মতি মুন্সিদের ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৩ আগস্ট মৃধারা মতিদের জমি দখল করে রাতের আধাঁরে ঘর নির্মাণ করেন। এ নিয়ে মৃধা পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন মতির মা বানেজা বিবি। সম্প্রতি তারা আদালত থেকে জামিনে আসেন। এর জেরে প্রতিবেশি ইকবাল মৃধা, বাদল মৃধা, বিল্লাল মৃধাসহ ১০ থেকে ১৫ জন বেলা ১১টার দিকে তার বসত ঘরে ডুকে মতিকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মতি মুন্সির ভাই রিপন মুন্সি বলেন, আমার ভাই বাড়িতেই ছিলেন বাড়ির পাশে গরুর লাইগা ঘাস আনতে যাইতেছিল। হঠাৎ দেহি ইকবাল মৃধা, বাদল মৃধা, বিল্লাল মৃধাসহ ১০-১৫ জন বিভিন্ন অস্ত্রপাতি লইয়া বাড়ির দিকে আহে। মতি দৌড়াইয়া ঘরে ঢুইকা ঘর আটকায় দিছে। আমারে ফোন দিছে ভাই আমারে মাইরা হালাইব ওরা। কইতে না কইতে ঘর ভাইঙ্গা ওরা এমনে কোবাইয়া আমার ভাইরে মাইরা হালাইল। ওগো ফাঁসি ছাড়া আমি আর কিছুই চাই না।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। ইকবাল মৃধা, বাদল মৃধা, বিল্লাল মৃধা পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ড ঘটার খবর পেয়ে মৃধা বাড়িতে অভিযান চালানো হয়েছে। ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএন