এসপির নির্দেশের পরও ফুটপাত দখলমুক্ত করেননি ওসি!
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান পিপিএম (বার) নবীনগর-চন্দ্রা মহাসড়কের ফুটপাত এবং লোকাল লেন দখলমুক্ত করতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম জিয়াকে নির্দেশ দিলেও ফুটপাত দখলমুক্ত করেননি তিনি।
এদিকে ওসি ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে এমন দাবি করলেও সরেজমিনে উচ্ছেদের কোনো আলামত পাওয়া যায়নি।
গত ২২ সেপ্টেম্বর আশুলিয়া থানা আয়োজিত ঢাকা জেলা পুলিশের ওপেন হাউজ ডেতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, ভলিবদ্র বাজার, শ্রীপুর বাসস্ট্যান্ড, জিরানি বাজার এলাকায় ফুটপাত ও মহাসড়ক থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম জিয়াকে নির্দেশ দেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান পিপিএম (বার)। কিন্তু নির্দেশের চার দিন পার হলেও এখন পর্যন্ত কোথাও ফুটপাত দখলমুক্ত হয়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম জিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে সরেজমিনে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় গেলে উচ্ছেদের কোনো আলামত পাওয়া যায়নি। বরং রীতিমতো দেখা যায় ফুটপাতে দোকানিরা বেচা-বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। লোকাল লেন হকারদের দখলে থাকায় লোকাল বাসগুলো মহাসড়কের মাঝখানে যাত্রী উঠানামা করছে। ভলিবদ্র বাজার বাসস্ট্যান্ড ও শ্রীপুরেও একই চিত্র দেখা যায়।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, ওসি সাহেবকে ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি এখনো কেনো ফুটপাত দখলমুক্ত করেননি, তা তাকে জিজ্ঞেস করা হবে।
এসজি