টঙ্গীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ২
গাজীপুরের টঙ্গীতে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নানী ও নাতনির নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের চালক ও নিহত শিশুর মা আহত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় টঙ্গীর শিলমুন ক্যাথারসিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরকমর গ্রামের আব্দুল বারেকের স্ত্রী বেগম রওশন আরা (৫০) ও নানির কোলে থাকা নাতনি শিশু রাইসা ইসলাম (৬ মাস)। আহতরা হলেন নিহত শিশুর মা রিতা আক্তার (২৩) এবং ইজিবাইক চালক রুবেল মিয়া (৩২)। আহতদেরকে ক্যাথারসিস হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
এ বিষয়ে ওসি আশরাফুল ইসলাম জানান, বেগম রওশন আরা মেয়ে রিতা আক্তার ও ৬ মাস বয়সী নাতনি শিশু রাইসা ইসলামকে নিয়ে ইজিবাইকে চড়ে জয়দেবপুর থেকে টঙ্গীর মরকুন এলাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী ইজিবাইকটি টঙ্গীর শিলমুন ক্যাথারসিস হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আকিজ সিমেন্টের একটি মিক্সার ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে রওশন আরা ও তার কোলে থাকা শিশু রাইসা ইসলাম নিহত হয়। স্থানীয়রা আহত শিশুর মা রিতা আক্তার ও ইজিবাইক চালক রুবেল মিয়াকে হাসপাতালে চিকিৎসাধীন রাখে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হেয়েছে।
এএজেড