মাদক কেনাবেচার অভিযোগে মহিলা আওয়ামী লীগের কর্মী আটক
ক্ষমতাসীন দলের রাজনৈতিক পরিচয়ের আড়ালে টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘদিন ধরে ইয়াবাহ ও ফেনসিডিল বিক্রি করে আসছিল উপজেলা মহিলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সোনিয়া আক্তার। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে টাঙ্গাইল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোনিয়া আক্তার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের পূর্বপাড়া মো. আব্দুর রাজ্জাকের স্ত্রী। সোনিয়াকে আটককালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার স্বামী রাজ্জাক।
এদিকে জানা যায়, রাজ্জাকও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সক্রিয় একজন নেতা। তিনিও এর আগে ইয়াবাসহ বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, মাদক সম্রাজ্ঞী সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আব্দুর রাজ্জাক পালিয়ে গেছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে মাদকসহ সোনিয়া আক্তার আটকের বিষয়ে জানতে চাইলে উপজেলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি জানান, সোনিয়া আক্তার মহিলা আওয়ামী লীগের একজন প্রথম সারির সক্রিয় সদস্য। সে মাদকসহ আটক হয়েছে বিষয়টি জেনেছি। কোনও মাদক কারবারির কোনও জায়গা নেই কমিটিতে। তাকে দ্রুত সময়ের মধ্যে বহিষ্কার করা হবে।
এসআইএইচ