রাইস মিলের ছাদ ভেঙে নিহত ৩, বাড়তে পারে মৃতের সংখ্যা
টাঙ্গাইলের গোপালপুরে একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড রাইস মিলের ছাদ (কেরিং) ভেঙে পড়ে তিন শ্রমিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২৭), গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম। তারা সবাই ওই মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, কতজন আহত হয়েছেন তা এ রিপোর্ট লেখা পর্যন্ত তথ্য জানা যায়নি।
এ ব্যাপারে গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, রাতে একতা রাইস মিলে শ্রমিকরা কাজ করছিল। এ সময় এক হাজার মণ ওজনের চালসহ কেরিং ভেঙে পড়ে। এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ চলছে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, দুইজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপরজন হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে মারা গেছেন।
এএজেড