ডামুড্যা বাজারের রাস্তার যানজট নিরশনে ওসির অভিযান
শরীয়তপুর ডামুড্যা গ্রামের বেশিরভাগ বাজারে দেখা যায় দোকানের সামনে বর্ধিত করে রাস্তায় মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবার অনেকে রাস্তার পাশে ছোট পানের দোকান, চায়ের দোকান দিয়ে বসে। এদিকে দেখা যায় অনেক রিক্সা, ইজি বাইক, ভ্যান অনিয়মভাবে বাজারের রাস্তায় পার্কিং করে রাখে।যার ফলে তৈরি হয় যানজট।
এ ধরনের যানজট নিরসনে শরীয়তপুরের ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ আজ ১ সেপ্টেম্বর ২০২২ সকালে তার টিম নিয়ে অভিযান চালান। রাস্তায় অবৈধভাবে দখলে নেয়া দখলদার দের সরিয়ে দিয়ে রাস্তা দখলমুক্ত করে রাস্তা পুরোপুরি পরিস্কার করে দিয়ে যান।
যারফলে বাজারের মধ্যে যে রাস্তা রয়েছে তার চিত্র পাল্টে গিয়েছে। নেই আগের মত যানজট।জনগনের চলাচলে নেই ভোগান্তি।এতে উপস্থিত সকল পেশার জনগন সন্তুষ্ট প্রকাশ করেন।
এ বিষয়ে ওসি শরীফ আহমেদ ঢাকা প্রকাশকে বলেন, ব্যবসায়ী ও গাড়ি চালকদের অসচেতনতার কারনে এই সমস্যা তৈরি হচ্ছে। জনস্বার্থে আমরা সবাইকে সচেতন করছি। পরবর্তীতে তারা যদি নিজেরা সচেতন না হয় তাহলে আমরা কঠোর হবো। এ অভিযান চলমান থাকবে।
এএজেড