পিকনিকের ট্রলারে মাদক, সাত যুবকের কারাদণ্ড
গাজীপুরের কালীগঞ্জের বেলাই বিলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, পিকনিকের ট্রলারে মাদক সেবন এবং তরুণী নিয়ে উশৃঙ্খলতার অভিযোগে সাত যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় তাদেরকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মাজহারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া তাদের এ দণ্ডাদেশ প্রদান করে। মৎস্য শিকারী সিয়ামকে (৩৫) এক হাজার টাকা, সাত যযুবককে তিন মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান দণ্ডাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান জানান, উপজেলার বক্তারপুরের বেলাই বিলে সরকারী আইন অমান্য করে নিষিদ্ধ কারেন্ট (ম্যাজিক) জাল দিয়ে মাছ শিকার করছে। গোপন সংবাদে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া ওই বিলে অভিযান চালায়। এ সময় ৯ হাজার মিটার ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারী কারেন্ট (ম্যাজিক) জাল জব্দ করে এবং মৎস্য শিকারী বক্তারপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সিয়ামকে এক হাজার টাকা জরিমানা ও আদায় করে। অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল রাতেই জনসম্মুখে বিলের পাড়ে পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া জানান, নিষিদ্ধ কারেন্ট (ম্যাজিক) জাল দিয়ে মাছ শিকার রোধে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় বেলাই বিলে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) পিকনিকের নামে ৩২ জন অপ্রাপ্তর বয়স্ক ছেলে-মেয়ে উচ্চ শব্দে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছে। ওই ট্রলারে অভিযান চালিয়ে মাদকের আলামত পাওয়ায় প্রাপ্ত বয়স্ক ৭ জনেক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে প্রত্যেককে ৩ মাসের জেল ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপ্রাপ্ত বয়স্ক ২৫ জন তরুণ-তরুণীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতে মৎস্য কর্মকর্তা ছাড়াও পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এএজেড