বিকাশ ও নগদ হ্যাকিংয়ের অভিযোগে আইনজীবী গ্রেপ্তার
রাজবাড়ীতে বিকাশ ও নগদের মাধ্যমে হ্যাকিং ও ডিজিটাল প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ্উদ্দিন এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত আইনজীবী তুষার কান্তি সরকার রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবী ও রাজবাড়ী শহরের বড়পুল এলাকার নিরাপদ সরকারের ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিকাশ ও নগদের মাধ্যমে ডিজিটাল প্রতারণার পিছনে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। রাজবাড়ীতে তুষারের নেতৃত্বে একটি চক্র বিভিন্ন মানুষের নম্বরে কল করে প্রতারণার মাধ্যমে ওটিপি সংগ্রহ করে বিকাশ ও নগদের একাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছে।
প্রতারণার শিকার ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দেখা যায়, তুষার কান্তি সরকারের নেতৃত্বে মোঃ কাউসার মন্ডল (২৩), মোঃ আশরাফুল ইসলাম (২৫), মোঃ তানভীর (১৮), সোহাগসহ (২১) চক্রটির অন্যান্য সদস্য বিভিন্নজনকে কল করে নিজেদের বিকাশের কর্মী পরিচয় দিয়ে তাদের একাউন্ট আপডেট ও তাদের একাউন্টের নামে জিডি হয়েছে বলে জানিয়ে একাউন্ট নতুন করে সচল করার কথা বলে ওটিপি সংগ্রহ করে হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়ে তাদের একাউন্টের টাকা আত্মসাৎ করেন।
তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যে সকল একাউন্টে টাকা পাঠানো হয়েছে তাদের সাথে বহুবার কথা হয়েছে তাদের ফোন থেকে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তুষার খুবই চতুরতার সাথে বিভিন্ন এজেন্টের সাথে কথা বলে এ সকল অ্যাকাউন্টের সকল টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তিনি পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন বলেও জানান তিনি।
এএজেড