নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত ৫
নেত্রকোনার কেন্দুয়ায় ইঞ্জিনচালিত টমটম ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে তুলি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে।
রোববার (৬ মার্চ) সন্ধ্যার দিকে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের কেন্দুয়া পৌরশহরের এয়ারপোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুলি আদমপুর পণ্ডিত অ্যান্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। কেন্দুয়া পৌরশহরের চকপাড়া মহল্লার নুরুল ইসলামের কন্যা সে।
আহতরা হলেন, আদমপুর পণ্ডিত অ্যান্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার ও তাহমিনা আক্তার। এ ছাড়া আদমপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে মাহাবুবুর, কান্দিউড়া ইউপির জালালপুর গ্রামের সিদ্দিক মিয়া ছেলে কামরুল ইসলাম এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীর আব্দুল হামিদের ছেলে টমটম চালক জসিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এয়ারপোর্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও টমটম মুখোমুখী সংঘর্ষ হয়। গুরুতর আহত টমটম চালক জসিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, মোটরসাইকেল ও টমটম মুখোমুখী সংর্ঘষে ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তুলিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তুলি। আহতদের কেন্দুয়া ও ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এসএন