রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হাদিসুরের পরিবার
প্রধানমন্ত্রী ও রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করতে গেলেও ব্যর্থ হয়েছেন ইউক্রেনে 'বাংলার সমৃদ্ধি' জাহাজে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমান আরিফের পরিবার।
শনিবার-রবিবার ঘুরেও প্রধানমন্ত্রী ও রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়ে ঢাকার মগবাজারে এক আত্মীয়ের ভাড়া বাসায় আশ্রয় নিয়েছেন তার।
রবিবার (৬ মার্চ) রাতে নিহত নাবিক হাদিসুর রহমান আরিফের ছোটভাই গোলাম মাওলা প্রিন্স মুঠোফোনে এ তথ্য জানান।
এর আগে শনিবার সকালে হাদিসুরের মা-বাবাসহ তিন ভাইবোন প্রধানমন্ত্রী ও রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার উদ্দেশে বরগুনা থেকে ঢাকায় পৌঁছান।
প্রিন্স বলেন, আমরা ঢাকায় এসেছি ভাইয়ের লাশ নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব। লাশ না নিয়ে কোনোভাবেই বাড়িতে যাব না।
তিনি বলেন, ভাইকে হারিয়ে মা-বাবা পাগলপ্রায়। আমাদের পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি ছিলেন বড়ভাই হাদিসুর। তার মৃত্যুতে আমাদের পরিবারটি পথে বসে গেছে। তাই পরিবারের দুরবস্থার কথা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই এবং তার কাছ থেকে সহায়তা চাই।
প্রসঙ্গত, সিরামিকের কাঁচামাল পরিবহনের জন্য ২২ ফেব্রুয়ারি তুরস্ক থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায় বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। সেখানে বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটিতে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের কদমতলা এলাকার হাদিসুর রহমান আরিফ (৩৩) অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
টিটি/