কাঠালিয়ায় অটোচালকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ঝালকাঠির কাঠালিয়ায় অটোচালক নাসিরের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী।
রবিবার (৬ মার্চ) সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে নাসিরের শিশু-সন্তান, স্ত্রী, মা ও ভাইসহ পরিবারের সদস্য এবং এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে হত্যাকারীর ফাঁসির দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার মানববন্ধনে অংশ নিয়ে নিহতের পরিবারটিকে সরকারি সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ দুই ঘণ্টাব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
এ সময় বক্তব্য দেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, আওয়ামী লীগ নেতা তরুণ সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ জেনিব, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমএম তারিকুজ্জামান, মো. হাচিব ভুট্টু, মো. তারেক, নাসিরের ভাই জমিস এবং বসির ও তার স্ত্রী।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি অটোসহ নাসির নিখোঁজ হন। পরের দিন মশা বুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরে কেয়া বন থেকে পিছমোড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
২ দিন উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে সাকির হোসেন নামে এক যুবককে আটক করে র্যাব-৮। এ সময় সাকিরের স্বীকারোক্তি মতে ভান্ডারিয়া থেকে অটোটি এবং পার্শ্ববর্তী বামনা থেকে নাসিরের ব্যবহৃত মোবাইল ও টর্চ লাইট উদ্ধার করে র্যাব।
এমএসপি