১৩তম এনোবল এওয়ার্ড পেলেন মাওলা সোহরাব হোসাইন আতিকী

মহাত্মাগণের আত্মার আত্ম-সংলাপ বিষয়ক অনুষ্ঠান ২২ তম "মহাত্মা সম্মেলন" এ আমন্ত্রিত অতিথিরা। ছবিঃ ঢাকাপ্রকাশ
১৩ রাহে ভাণ্ডার এনোবল এওয়ার্ড ২০২৫ পদক পেলেন মাওলা সোহরাব হোসাইন আতিকী (মা.)। ২২তম মহাত্মা সম্মেলনে তরিকতের বিশিষ্ট আলেম (আলেমে তরিকত) হিসেবে এ সম্মাননা পেলেন তিনি।
শুক্রবার (২১ মার্চ) রাহে ভান্ডার এওয়ার্ড প্রবর্তক ও চট্টগ্রামের রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ছুফি সৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি হলে তাঁকে এ সম্মননা তুলে দেন।

প্রিয় নবী হযরত মোহাম্মদ (দ.)'র আদর্শের আলোকে সমাজে সৌভ্রাতৃত্ব ও সার্বজনীন সম্প্রীতি বৃদ্ধি এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও মহাত্মাগণের আত্মার আত্ম-সংলাপ বিষয়ক অনুষ্ঠান ২২ তম "মহাত্মা সম্মেলন", ও ১৩ তম "রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড" প্রদান করা হয়। এতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও গুণী ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন।
মাওলা সোহরাব হোসাইন আতিকী ছাড়াও রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড পান বরিশালে চিশতিয়া দরবার শরিফের পরিচালক হযরত শাহ্ ছুফি সাঈদ শাঁই চিশতি (মা.), চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোজাহিদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ছুফি শিল্পী আলহাজ্ব মোহাম্মদ আলী হায়দার, জনাব মো. একরামুল করিম কোতোয়ালী, চট্টগ্রাম ।
মাওলা সোহরাব হোসাইন আতিকী দীর্ঘ ২৮ বছর যাবৎ মানুষের মাঝে ধর্ম প্রচার করে আসছেন। তাঁর লিখিত শ'খানেক বই বাজারে আছে।তারমধ্যে উল্লেখযোগ্য প্রকাশিত কিছু গ্রন্থ: আস সুজুদ, আর রাসূল, আল কালেমাতু, আল ঈমান, ধর্ম কুরআনের ভিতর বাহিরে নয়, ইমাম কে হবে?, আল ইসলাম বা সম্পূর্ণ সারেন্ডার, মিলাদুন্নবী (সাঃ), আসসালাতু আসসালাম, এবং অপ্রকাশিত বই : আল্লাযিনা আমানু, ও মুমিন।
