বিরামপুরে স্কাউটস সমাবেশ এর উদ্বোধন
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি : ঢাকাপ্রকাশ
দিনাজপুর জেলার বিরামপুরে ৪ দিনব্যাপী ২৬-তম বিরামপুর উপজেলা স্কাউটস সমাবেশ-২০২৫ইং এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা স্কাউট এর সভাপতি নুজহাত তাসনীম আওন ৪ দিনব্যাপী স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক (সেক্রেটারি) ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও একর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই আজম ফারুক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, উপজেলা স্কাউটস এর নতুন কমিটির সদস্যবৃন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম জানান, ১১ ফেব্রুয়ারী থেকে আগামী ১৪ ফেব্রুয়ারী-২৫ইং ৪ দিনব্যাপী ২৬-তম বিরামপুর উপজেলা স্কাউটস সমাবেশ চলবে।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)