পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার
পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
নাশকতার অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে নিজ বাসভবন থেকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি যৌথ দল তাকে আটক করে।
আসমা সুলতানা যুথী ভাণ্ডারিয়া উপজেলার পৌরশহরের বাসিন্দা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় যুথীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে উপস্থাপন করে জেল হাজতে পাঠানো হয়েছে।
পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক আরও জানান, সদর থানার একটি মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাণ্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার বলেন, আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।
এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যুব মহিলা লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।