থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, আটক ২
দুর্ঘটনা কবলিত ট্রাক। ছবি: ঢাকাপ্রকাশ
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার ধারে থেমে থাকা বালু বোঝাই একটি ট্রাককে অপর আরেকটি সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের সময় পৌর শহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুজন সরকার (৩০)। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছিতে। নিহত সুজন সিমেন্ট বোঝাই ট্রাকের হেলপার ছিলেন বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় অপর ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে রিবুল হোসেন (৩২) এবং একই উপজেলার ফারাকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জুয়েল রানা (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বালু বোঝাই ট্রাকটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ধারে থেমে ছিল। একই সময় বগুড়াগামী সিমেন্ট বোঝাই অপর আরেকটি ট্রাক থেমে থাকা বালু বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্ট বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চাপা খেয়ে নিহত হয় ট্রাকের হেলপার।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থেমে থাকা বালুর ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।