অপহরণের ৭ দিন পর মাদ্রাসাশিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ৩
ফেনীতে মাদ্রাসার এক শিশু-শিক্ষার্থীকে অপহরণের সাত দিন পর উদ্ধার করেছে র্যাব। শিশুটির নাম মাহমুদুল হাসান (১০)। সে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের আবদুল্লাহ আল মামুন ওরফে জাহিদ (২৬), ফেনীর দাগনভূঞার তানভীর আহম্মদ ইমন (২৪) ও ভোলার উত্তর পশ্চিম চরনাবাদের সজিবুল ইসলাম। তারা তিনজনই ফেনীতে একই ভাড়া বাসায় থাকতো।
এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি মামলা হয়েছে। তিন আসামিকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে জানান, মাদ্রাসাশিক্ষার্থী মাহমুদুল হাসান গত ২৭ জানুয়ারি সকালে স্থানীয় বালুয়া চৌমুহনী মাদ্রাসার যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।
এরপর স্থানীয় বালুয়া চৌমুহনী বাজার থেকে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শিশুটিকে উদ্ধারের জন্য সহায়তা চাওয়া হয়। এর মধ্যে অপহরণকারীরা শিশুর বাবার মুঠোফোনে মুক্তিপণ দাবি করে এবং শিশুর বাবার কাছ থেকে অপহরণ চক্র মুক্তিপণ হিসেবে কিছু টাকাও হাতিয়ে নেওয়া হয়। তারপরও ছেলেকে না পেয়ে শিশুর বাবা র্যাবের কাছে ধর্না দেন। র্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান নির্ণয় করেন।
গত বুধবার রাতে র্যাব সদস্যরা ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ডের জহুর হোসেন চৌধুরী সড়কের বায়তুস সালাম মসজিদের পাশে পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় জনৈক নাজিম উদ্দিনের ভাড়া বাসার নীচ তলায় অভিযান চালায়। সেখান থেকে অপহৃত শিশু-শিক্ষার্থী মাহমুদুল হাসানকে উদ্ধার এবং আবদুল্লাহ আল জাবের ওরফে জহিদ, তারভীর আহম্মদ ইমন ও সজিবুল ইসলামকে গ্রেপ্তার করেন।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার অপহরণ চক্রের তিন সদস্যকে ফেনী মডেল থানা পুলিশে সোপর্দ এবং উদ্ধার শিশুটিকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, অপহরণ ও মুক্তিপণের মামলায় গ্রেপ্তার তিনজনকে বিকালে ফেনীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এএল/এমএসপি