পেট্রাপোলে ধর্মঘট: চতুর্থ দিনেও বন্ধ দু’দেশের আমদানি-রপ্তানি
চতুর্থ দিনেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে কলকাতায় শুল্ক দপ্তরের সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্ট ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নবান্ন অফিসে সরকারের মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে পৃথক বৈঠক করেও কোনো ফল হয়নি। ফলে দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় দেড় হাজার পণ্যবাহী ট্রাক।
বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস, পণ্য উঠানামা ও শুল্কভবনের সব কাজকর্মসহ দু’দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
এদিকে, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিঅ্যান্ডএফ এজেন্টরা পেট্রাপোলের বাকি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ দিনের বৈঠকের পর কী সিদ্ধান্ত নেওয়া হবে তা আজই জানিয়ে দেওয়া হবে শুল্ক দপ্তরকে।
পেট্রাপোল আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ দে জানান, টানা চার দিনে পড়ল আন্দোলন। পেট্রাপোল বন্দর বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে সীমান্ত বাণিজ্য।
আমরা চাই দ্রুত এর সমাধান করে ফের কাজের গতি আসুক বন্দরে। আজকের বৈঠকের ফল কী হয় তা দেখার জন্যও মুখিয়ে আছে আন্দোলনকারীরা।
তিনি জানান, ভারতীয় বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথোরিটির হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন, পেট্রাপোল আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন, বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, বনগাঁ নব ট্রাক মালিক সমিতি, বনগাঁ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন, সীমান্ত পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনসহ ৮টি সংগঠন সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়।
পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শুল্ক দপ্তরের সঙ্গে কলকাতায় দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের সংগঠনের পক্ষ থেকে দাবির সম্পর্কে শুল্ক দপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাদের বিস্তারিতভাবে জানান। তবে কোনো সবুজ সঙ্কেত এখন পর্যন্ত মেলেনি।
আমদানি-রপ্তানি কাজে বন্দর অভ্যন্তরে প্রবেশসহ নানা হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, ভারতের পেট্রাপোল বন্দরে ধর্মঘটের কারণে বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে। তবে তারা বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসার জোর চেষ্টা চালাচ্ছেন।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস, পণ্য উঠানামা, শুল্কভবনের কাজকর্ম ও যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
এনআই/এমএসপি