প্রতিষ্ঠার ৫১ বছর পর শেবাচিমে নতুন ৪ ইউনিট চালু
প্রতিষ্ঠার ৫১ বছর পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে বহির্বিভাগে চারটি ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ।
ইউনিট চারটি হলো- ভাস্কুলার সার্জারি, কার্ডিওলজি, ইউরোলজি ও গ্যাস্ট্রোএন্টারোলজি।
বুধবার (২ ফেব্রুয়ারি) নতুন ইউনিটের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম ও অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৭০ সালের ২০ নভেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা সেবার কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার সময় এ হাসপাতালের সঙ্গে যুক্ত ছিল জেনারেল হাসপাতালটিও। ৬০০ শয্যা নিয়ে গঠিত এ বিশেষায়িত হাসপাতাল। তবে ২০২০ সালে স্বাস্থ্য অধিদপ্তর জেনারেল হাসপাতাল সিভিল সার্জনের অধীনে আলাদা করে এবং হাসপাতারটি এক হাজার শয্যায় উন্নীত করে।
বিশেষজ্ঞদের মতে, একটি বিশেষায়িত হাসপাতালে সব ধরনের রোগের চিকিৎসার বহির্বিভাগ ও অভ্যন্তরীণ সেবা থাকতে হবে। কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও স্থান স্বল্পতার কারণে একাধিক রোগের সেবা কার্যক্রম চালু ছিল না। বিশেষ করে কার্ডিওলজি (হৃদ রোগ) চিকিৎসার বহির্বিভাগ চালু না থাকায় গরিব রোগীরা প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন এবং বড় ঝুঁকির মুখে পড়েন।
পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, 'আমাদের লক্ষ্য হাসপাতালে সব ধরনের সেবা নিশ্চিত করা। অন্য হাসপাতালে ‘রেফার’ শদ্ধটি বিলুপ্ত ঘটাতে হবে। এক বছরেরও কম সময়ের মধ্যে বিভিন্ন রোগের অভ্যন্তরীণ ও বহির্বিভাগ চালু করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে বরিশালবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।'
তিনি আরো বলেন, 'স্থান স্বল্পতার কারণে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার হৃদ রোগ বহির্বিভাগে রোগী দেখনে সহকারী রেজিস্ট্রার ডা. মুসফিকুর রহমান এবং ডা. একে চৌধুরি দেখবেন ভাস্কুলার সার্জারি বহির্বিভাগ। এ ছাড়া প্রতি শনি, সোম ও বুধবার গ্যাস্ট্রোএন্টারোলজি অভ্যন্তরীণ বিভাগ থেকে পাঠানো একজন চিকিৎসক এ রোগীদের চিকিৎসা দেবেন।'
এ ছাড়া হাসপাতালে অ্যান্ডোক্রাইনোলজি (ডায়াবেটিস), বার্ন ও প্লাস্টিক সার্জারি এবং নিউরোসার্জারি ইনডোর চিকিৎসা কার্যক্রম চালুর সব প্রক্রিয়া শেষ হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা সিটিস্ক্যান, চোখের লেসিক ও এনজিওগ্রাম মেশিন চালু করা এবং নতুন এমআরআই মেশিন সরবরাহের প্রক্রিয়া চলছে বলে হাসপাতাল সূত্র জানায়। একই সঙ্গে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে আরো চারটি অত্যাধুনিক আল্ট্রাসোনগ্রাম মেশিন সরবরাহ করা হয়েছে।
এসঅ/এসএন