সিলেটে বিধিনিষেধ কার্যকর করতে মাঠে প্রশাসন
সিলেটে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা কার্যকর করতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত জরুরি সভায় বেশ কিছু সিদ্বান্ত নেওয়া হয়। সিদ্বান্ত অনুযায়ী শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান। এ ছাড়া সভায় ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আদনান মাহফুজ, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ, র্যাব-৯ এর এএসপি সোমেন মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদসহ আরও অনেকে।
সভায় জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থায় পরিবহন শ্রমিক ও হোটেল-রেস্টুরেন্টের কর্মচারীদের করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া শনিবার থেকে টিকাকার্ড দেখাতে না পারলে কাউকে হোটেল-রেস্টুরেন্টে বসে খেতে দেওয়া যাবে না। এ ব্যাপারে শিথিলতা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, প্রতিটি বিপণিবিতানে মাস্ক ছাড়া যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা কর্তৃপক্ষকেই করতে হবে।
এ ছাড়া আজ বৃহস্পতিবার ইমামদের সঙ্গে বৈঠক করবেন জেলা প্রশাসক।
এসএন