উত্তরের পথে রাতেও মিলছে স্বস্তি, ঢাকার পথে বেড়েছে যানবাহনের চাপ
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা। ছবি: ঢাকাপ্রকাশ
ঈদের ছুটির প্রথম দিনে ঈদ যাত্রায় দিনভর দীর্ঘ ভোগান্তি ও দুর্ভোগের পর অবশেষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী ঈদে ঘরমুখো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। বিকালের পর মহাসড়কে রাতেও মহাসড়কের কোথাও তেমন যানজট বা ধীরগতি চলাচল নেই। ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন, গোল চত্বর ও টোলপ্লাজা এলাকা ঘুরে দেখা যায়- উত্তরবঙ্গগামী লেনে কোনো ধরণের যানজট না থাকায় সন্ধ্যা সাড়ে ৬ টার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরের ঢাকামুখী লেন খুলে দেওয়া হয়। ফলে আঞ্চলিক মহাসড়ক কখনো কখনো ব্যবহার করতে হচ্ছে না যানবাহন চালকদের।
এদিকে, ভোর থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ছিল থেমে যানজট, ধীরগতি ছিল যানবাহনে। বেলা প্রায় ৩ টার পর থেকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। দীর্ঘ সময় ভোগান্তির কারণে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েন।
অপরদিকে, ভোর থেকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে ঢাকাগামী পরিবহনের ব্যাপক চাপ থাকায় বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর হয়ে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে ছিল ধীরগতি ও থেমে থেমে যানজট। ফলে এই সড়কেও ভোগান্তির শিকার হয়েছে চালকরা।
জানা গেছে, সেতুর উপর গাড়ি বিকল, দফায় দফায় টোল আদায় বন্ধ, মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি বিকল ও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা পর্যন্ত এলোমেলোভাবে গাড়ি চলাচলের কারণের মহাসড়কে ভোর থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোগান্তি পোহাতে হয়।
তবে- জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের অন্যান্যসহ সদস্যসহ সংশ্লিষ্টদের তৎপরতার কারণে বড় ধরণের কোনো যানজট সৃষ্টি হয়নি।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বলেন, দিনভর যানবাহনের ধীরগতি থাকলেও বিকালের পর থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের কোন জটলা নেই। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। তবে, সন্ধ্যাপর থেকে ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বেড়েছে। সেতুর উভয় অংশ ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করায় যানজট হচ্ছে না।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, এলেঙ্গা অংশেও যানজট বা গাড়ির জটলা নেই। রাতেও স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে, ঢাকাগামী যানবাহনের চাপ রয়েছে। আশা করছি, যানজট হবে না।