৬ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
যান চলাচল স্বাভাবিক। ছবি: ঢাকাপ্রকাশ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট সৃষ্টির প্রায় ৬ ঘণ্টা পর সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (৬ মার্চ) বেলা ১১ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ফলে চালক ও যাত্রীদের মাঝেও স্বস্তিতে ফিরে আসে। এরআগে ভোর সাড়ে ৫ টা থেকে অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেন সড়কের কাজের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
অপরদিকে, যানজটের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী অসংখ্য যানবাহন বিকল্প সড়ক হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর- এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করে। এতে পাথাইলকান্দি, সিরাজকান্দি, মাটিকাটা, গোবিন্দাসী স্কুল-রোড, ভূঞাপুর বাসস্ট্যান্ড, সিংগুরিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেমে থেমে যানজট সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এলাকায় দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে সকাল সাড়ে ৯ টা থেকে পুরোপুরি যানজট ছিল। পরে বেলা ১০ টার দিকে ধীরগতির চলাচল করে। বেলা ১১ টা দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। যানজট নিরসনে এলেঙ্গা হাইওয়ে পুলিশ, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঢাকাপ্রকাশকে জানান, এলেঙ্গা হতে সেতু পূর্ব পর্যন্ত দুই লেনে সড়কে পরিবহনের ধীরগতি হলেই ট্রাক চালকরা ঘুমিয়ে যায়। এতে পিছনের গাড়িগুলোও মনে করে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যার কারণে মহাসড়কে আরও যানজট লেগে যায়।
মীর মো. সাজেদুর রহমান আরও জানান, যানজট সৃষ্টি হয় টোলপ্লাজা ও সেতু পূর্ব থানা এলাকা থেকে। এই যানজট বেলা ১১ টার দিকে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করেছেন। এখন কোনো যানজট নেই।