সীতাকুণ্ডতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডতে ঢাকাগামী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে সীতাকুণ্ড পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের শাপলা পেট্রোল পাম্পের পিছনে সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে যায়। ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন ছাড়ার ৬০০ মিটারের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।
চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, লাইনচ্যুত হওয়ার পর এটি উদ্ধারের কাজে বেশি সময় লাগেনি। ১৫ মিনিটের কাজ। তবে চট্টগ্রাম থেকে গিয়ে উদ্ধার কাজ শুরু করতে সময় লেগেছে। এখন কাজ শেষ। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।