সাগরে ধরা পড়া ১৫৯টি পোপা মাছ বিক্রি হলো ৩০ লাখ টাকায়
সাগরে ধরা পড়া কালো পোপা মাছ। ছবি: সংগৃহীত
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটায় এক জেলের জালে একসঙ্গে ধরা পড়েছে ১৫৯টি কালো পোপা মাছ। মাছগুলো বিক্রি হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকায়।
শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে মা মরিয়ম ফিশিং নামের একটি প্রতিষ্ঠান মাছগুলো কিনে নেয়।
জানা গেছে, ৬ কেজি সাইজের কালো পোপা মাছ বিক্রি হয়েছে ১৪ লাখ টাকায়। আর যে-সব কালো পোপার ওজন ৯ কেজির ওপরে সেগুলো বিক্রি হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকায়।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ মাছ বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোজাম্মেলের বাড়ি আমার ওয়ার্ডে শরইতলা সাইটপাড়া এলাকায়। তার ২ ছেলে এবং ১ মেয়ে নিয়ে ৫ সদস্যের পরিবার। একসঙ্গে এত মাছ পেয়ে তারা লাভবান হয়েছেন। আমরা এলাকার মানুষও খুশি।
এর আগে শুক্রবার (২২ ডিসেম্বর) সাগরের মহেশখালী চ্যানেলে মোজাম্মেল বহদ্দারের ট্রলারের জালে ধরা পড়ে মাছগুলো। এতো মাছ একসঙ্গে ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে যায়। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে মোজাম্মেল এবং কালো পোয়া। এলাকার অনেকেই মাছগুলো একনজর দেখতে যায়।