বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ছাত্রীর অনশন
বিয়ের দাবিতে শিক্ষক আল মামুন নামের বাড়িতে ছাত্রীর অনশন। ছবি: সংগৃহীত
বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে আল মামুন নামের এক প্রাইভেট শিক্ষকের বাড়িতে গিয়ে অনশন করছেন তারই এক ছাত্রী (১৮)। শিক্ষকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক করে শারীরিকভাবে মেলামেশারও অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে ওই প্রাইভেট শিক্ষকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তার ছাত্রী। তিনি একাদশ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। অভিযুক্ত শিক্ষক আল মামুন তালতলীর তালকুদার পাড়ার আমির হোসেনের ছেলে।
অনশনরত ছাত্রী জানান, ছয় বছর আগে আল-মামুনের কাছে প্রাইভেট পড়তেন ভুক্তভোগী। এ সময় দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কও করেন শিক্ষক। পরে বিয়ের কথা বললে বিভিন্ন তালবাহানা শুরু করেন আল মামুন।
ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, আল মামুন আমাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বাধ্য হয়ে আমি তার বাড়িতে এসে অনশন করছি। আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে দেবো না। আমাকে মামুন বিয়ে না করলে আমি বিষ খেয়ে মারা যাব।
শিক্ষক আল মামুনের বাবা আমির হোসেন বলেন, ওই মেয়ে আমাদের বাড়িতে এসেছে। তাদের প্রেমের সম্পর্কের কথা আমরা জানি না। আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে গেছিলাম। পরে এই ঘটনা ঘটেছে। মেয়ের পরিবার ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।