চট্টগ্রামে যাত্রীবাহী ২ বাসে আগুন, চালক দগ্ধ

ছবি: সংগৃহীত
চট্টগ্রামে পৃথকভাবে ২টি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নগরীর আকবরশাহ থানা এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এবং রাত পৌনে ১০টার দিকে নগরের খুলশী থানার দামপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা শীতাতপ নিয়ন্ত্রিত আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসে আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নিভিয়ে ফেলা হয়।
এ ঘটনায় আগুন লাগা গাড়িটির চালক মো. তারেক (৪৫) হালকা দগ্ধ হন।
নগর পুলিশের বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেন বলেন, রোববার রাতে মোটরসাইকেল আরোহী দুই যুবক বাসটির চালকের আসনের পাশের জানালা দিয়ে মশাল জাতীয় কিছু একটা ছুড়ে মারে। এতে বাসটির চালক হালকা দগ্ধ হয়। তবে বাসটিতে আগুন লাগেনি।
