ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে মা-নবজাতকসহ ৪ জনের মৃত্যু
সাতক্ষীরায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা-নবজাতকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বেলা সাড়ে ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আতাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার একদিন বয়সী নবজাতক শিশু কন্যা, তানজিলা খাতুনের বোনের স্বামী সাতক্ষীরা সদরের নারানপুর গ্রামের ডালিম হোসেন এবং তাজিজুল ইসলাম নামে অপর এক ব্যক্তি।
নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, নিজ বাড়িতে মঙ্গলবার মেয়ে সন্তান প্রসব করেন তানজিলা খাতুন। তবে মেয়ে অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য মা ও মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পথিমধ্যে মির্জাপুরে দুর্ঘটনার কবলে পড়ে তারাসহ ৪ জন মারা যান।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, বেলা সাড়ে ৩টার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জনের মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন জানান, দুর্ঘটনায় ৪ জন মারা গেছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বিশ্বজিত কুমার বলেন, দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্র্যাকটি থানায় আনা হয়েছে। এ ছাড়া মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসজি