জুয়ার আসর থেকে কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭
নড়াইলের লোহাগড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পৌর কাউন্সিলরসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) রাতে লোহাগড়া উপজেলার মাকড়াইল গুচ্ছগ্রাম এলাকার একটি গরুর খামার থেকে তাদের গ্রেপ্তারর করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সদরের ভাটিয়া এলাকার সৈয়দ নওশের আলীর ছেলে সৈয়দ মাসুদ রানা বাবলু (৫০), লোহাগড়া থানাধীন চাচই মধ্যপাড়ার সলেমান শেখের ছেলে জুনায়িদ শেখ (৩৯), চাচই শিকদার পাড়ার তৈয়ব শিকদারের ছেলে সাদ্দাম শিকদার (২৮), মাকড়াইল এলাকার মৃত আব্দুল ওহাব মোল্যার ছেলে মো. রবিউল ইসলাম (৪২), মান্নু শিকদারের ছেলে মো. তাইফুর শিকদার (২৭), ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন ধুলজুড়ি গ্রামের আলহাজ্ব হাফিজুর রহমানের ছেলে রনজু সরদার (৪২) এবং মৃত হাবিবুর রহমানের ছেলে কাবুল শেখ(৩০)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে লোহাগড়া উপজেলার মাকড়াইল গুচ্ছগ্রাম এলাকার একটি গরুর খামারে জুয়ার আসর বসিয়ে মাদক সেবন চলছে- এমন খবরের চিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পৌর কাউন্সিলরসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ১০৪ পিস তাস, নগদ ৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে আসামি জুনায়িদ শেখের কাছ থেকে ৩০ পিস এবং সাদ্দাম শিকদারের কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এসজি