শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

প্রতিশোধ নিতে হামলার পরিকল্পনায় উল্টো নিহত হন পনু

একই এলাকার বাসিন্দা, সম্পর্কে তারা মামা-ভাগ্নে। একজন স্থানীয় ইউপি সদস্য, অপরজন সংগঠক। তবে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে প্রায় ৫ বছর ধরে উভয়ের মধ্যে চলছিল দ্বন্দ্ব। একাধিকবার হামলা, পাল্টা হামলা ও মামলার ঘটনাও ঘটেছে। গত এক মাস ধরে একে-অপরের প্রতি হামলার প্রস্ততি চলছিল অনেকটা প্রকাশ্যেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্র নিয়ে ছবিও ছড়িয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার সংঘর্ষ বাস্তবতার রুপ নেয়। এতে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনু নিহত এবং উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর জখম হন।

নিহত পনুর বাড়ি বরগুনা সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়ায়। তিনি মৃত মোসলেম আলী আকনের ছেলে।

সরেজমিনে, প্রত্যক্ষদর্শী ও এলাকার একাধিক বাসিন্দাদের তথ্যমতে, বরগুনা সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম পনু ও একই এলাকার পাকুরগাছিয়া সোস্যাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন নামের একটি ক্লাবের প্রতিষ্ঠাতা আকাইদ হোসেন ঠান্ডার মধ্যে গত ৫ বছর ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। ঠান্ডা নিহত পনুর মায়ের সম্পর্কে ভাই। সেই হিসেবে পনু ও ঠান্ডা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয়দের তথ্যমতে, ২০১৮ সালের ২৯ অক্টোবর আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে শফিকুল ইসলাম পনুকে আয়লা বাজারে জনসম্মুখে কুপিয়ে রক্তাক্ত জখম করে ঠান্ডা বাহিনী। এরপর ২০২১ সালের এপ্রিল মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে ফের পনুকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা। দুটি ঘটনায় দায়ের করা মামলায় আসামি হন আকাইদ হোসেন ঠান্ডা, কুদ্দুস খান ও বর্তমান ইউপি সদস্য মোতাহার মৃধা। ২১ জুন নির্বাচনে ঠান্ডার প্যানেলের সমর্থিত ইউপি সদস্য প্রার্থী মোতাহার মৃধা নির্বাচিত হন।

বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, বাবার ওপর বারবার হামলার ঘটনায় ক্ষুদ্ধ ছেলে নাজমুল হুদা অভি প্রতিপক্ষের উপর প্রতিশোধ নিতে পাল্টা হামলার পরিকল্পনা করেন। গত এক মাস ধরে বাবা পনু ও ছেলে অভি সময়-সুযোগ বুঝে ঠান্ডা বাহিনীর উপর আক্রমণের প্রস্তুতি নেয় এবং গত ১০ এপ্রিল পনু ও তার ছেলে অভি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় প্রবেশ করে ঠান্ডা বাহিনীর উপর হামলার প্রস্ততি নিলেও এলাকাবাসীর ধাওয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় নিহত পনুর রামদা হাতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ক্রমশ উত্তাপ ছড়াতে থাকে।

সর্বশেষ গত মঙ্গলবার পনুর ছেলে অভি সন্ত্রাসীদের ভাড়া করে ঠান্ডা বাহিনীর উপর হামলার প্রস্ততি নেয়। অভি তার ফেসবুক প্রফাইলের স্টোরিতে দেশীয় অস্ত্রসহ ৩৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে। যার ক্যাপশনে লেখা ছিল 'বুঝো নাই'। মল্লিক নামের একজন এতে মন্তব্য করেন 'এগুলা সোশ্যাল মিডিয়াতে দিলি'।

পাকুরগাছিয়ার ঘটনাস্থলের পাশেই চায়ের দোকানদার শিউলী বেগম বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ১৩ জন মুখোশধারী ব্যক্তি ঠান্ডার ক্লাবের (পাকুরগাছিয়া সোস্যাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন) সামনে আসে। এ সময় আকাইদ হোসেন ঠান্ডা ক্লাবের ভেতরে বসে দুইজন ব্যক্তির সাথে কথা বলছিলেন। অপরদিকে মুখোশধারীরা গাড়িটি ক্লাবের দরজার সামনে থামিয়ে ৭-৮ জন ভেতরে প্রবেশ করে দরজা আটকে তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। একই সময় বাইরে থাকা মুখোশধারীরা ঠান্ডার চাচাতো ভাই হাসিব ও মজিবরকেও কুপিয়ে জখম করে।’

তিনি আরও বলেন, ‘এ সময় তাদের চিৎকারে এলাকায় খবর ছড়িয়ে পড়ে ঠান্ডাকে খুন করা হয়েছে। খবর শুনে ঠান্ডার সমর্থক, স্বজন ও এলাকাবাসী সবাই এগিয়ে আসে। এক পর্যায়ে বর্তমান ইউপি সদস্য মোতাহার মৃধা ও কুদ্দুস খান নামের একজনের নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে পনুর বাড়িতে যায়। এ সময় তারা পনুকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে পনুর স্ত্রী ছবিকেও পিটিয়ে আহত করে। এ ছাড়াও একই সময়ে পনুর বাড়িতে থাকা একই ইউনিয়নের কদমতলার কবির মিয়ার ছেলে জাহিদ ও ঢলুয়া ইউনিয়নের হোসেন হাওলাদারের ছেলে সজিব হোসেনকেও কুপিয়ে জখম করে।’

নিহত শফিকুল ইসলাম পনুর স্ত্রী ছবি আক্তার বলেন, ‘মোতাহার মৃধা, কুদ্দুস ও ঠান্ডা বাহিনীর ২০-২৫ জন সন্ত্রসী রামদা, ছেনা, টেঁটা, চল নিয়ে আমাদের বাড়িতে ঢুকে পনু আকনকে কুপিয়ে ও পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে। সন্ত্রাসীরা আমার স্বামী পনু আকনকে কমপক্ষে ৫০টি কোপ দেয়। আমাকে ও আমার ছেলেকে পিটিয়ে জখম করে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।’

অপরদিকে আহত ঠান্ডার মামা মশিউর রহমান বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে পনু ও তার ছেলে আমার ভাগ্নে ঠান্ডাকে হত্যার উদ্দেশে হামলা করে নির্মমভাবে কুপিয়ে জখম করে। আমি ভাগ্নেকে নিয়ে চিকিৎসার জন্য বরিশাল এসেছি। আমাদের পক্ষের তিনজনের অবস্থা গুরুতর। পরে সেখানে কি ঘটেছে আমি জানি না।’

ফেসবুক স্টোরিতে অস্ত্রের ছবি পোস্ট দেয়ার বিষয়ে নিহত পনুর ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, 'এ ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার জন্য দশজনকে থানায় ডেকে আনা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।'

এ ব্যাপারে বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান রয়েছে।’

এসআইএইচ

Header Ad
Header Ad

নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

ছবি : ঢাকাপ্রকাশ

আকস্মিকভাবে নওগাঁ সদর হাসপাতাল, নওগাঁ মেডিকেল কলেজ ও সিভিল সার্জিন অফিস পরিদশন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য সেবা) অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর। শনিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় তিনি এই পরিদর্শন করেন।

হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করে প্রতিষ্ঠান দুটির পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন ও সমন্বয়ের মাধ্যমে জনগনকে সেবা প্রদানের নির্দেশ প্রদান করেন। পরে নওগাঁ সদর হাসপাতাল , নওগাঁ মেডিকেল কলেজ ও সিভিল সার্জন অফিসের উপস্থিত চিকিৎসকদের নিয়ে মত বিনিময় করেন।

মতবিনিময় সভায় নওগাঁয় চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এসময় বিএমএ এর সভাপতি ডাঃ মোঃ ইসকেন্দার হোসেন নওগাঁ মেডিকেল কলেজ নিয়ে বর্তমান সরকারের নেতিবাচক মনোভাব তুলে ধরেন। তিনি নওগাঁ জেলার জনসংখ্যা, জেলার ক্যাটাগরি এবং মেডিকেল কলেজের ফলাফল সন্তোসজনক উল্লেখ করেন। সেইসাথে সরকারের নেতিবাচক সিদ্ধান্ত বাতিল করে নওগাঁ মেডিকেল কলেজের বরাদ্দ ও দ্যূত স্থায়ী কাম্পাস প্রতিষ্ঠার দাবি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, বিএমএ এর নওগাঁ সভাপতি ডাঃ মোঃ ইসকেন্দার হোসেন, সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ জাহিদ নজরুল, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মুক্তার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম সহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। উপদেষ্টার কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৯ম থেকে ২০তম গ্রেডে ১৩ পদে ২৫৫ কর্মী নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম: প্রধান উপদেষ্টার কার্যালয়;

১. পদের নাম: সহকারী পরিচালক;

পদসংখ্যা: ২৬টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

 

২. পদের নাম: টেলিফোন ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

 

৩. পদের নাম: ফিল্ড অফিসার;

পদসংখ্যা: ১৭টি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

 

৪. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

 

৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৪টি;

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

 

৬. পদের নাম: ওয়্যারলেস অপারেটর;

পদসংখ্যা: ২০টি;

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

 

৭. পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

 

৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২০টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

 

৯. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১৩টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: জেএসসি বা সমমান পাস হতে হবে;

 

১০. পদের নাম: রিসিপশনিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

১১. পদের নাম: ফিল্ড স্টাফ;

পদসংখ্যা: ১০৯টি;

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

১২. পদের নাম: টেলিফোন লাইনম্যান;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

১৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২৪টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১ মার্চ ২০২৫ তারিখে);

 

আবেদন ফি— টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫০ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদন যেভাবে— আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ২০ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

 

ছবি: সংগৃহীত

 

Header Ad
Header Ad

‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিদেশি কিছু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে, যার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন। তিনি বলেন, “এই ধরনের অপপ্রচার রোধ করতে হলে দেশের গণমাধ্যমগুলোকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আরও দায়িত্বশীল হতে হবে। তাহলেই বিদেশি গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণার ওপর ‘চুনকালি পড়বে’।”

শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের বিভিন্ন স্নানঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত আর কোথাও নেই। লাঙ্গলবন্দের পুণ্যস্নানকে ঘিরে ধর্মীয় পর্যটন নগরী গড়ে তোলার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়নে কাজ শুরু হবে।”

তিনি ব্রহ্মপুত্র নদ সম্পর্কে বলেন, “এই নদীর পানি এখনও পরিষ্কার রয়েছে। তবে এই পানি দূষণমুক্ত রাখতে সকলকে সচেতন থাকতে হবে।” একইসঙ্গে তিনি স্থানীয়দের প্রতি ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

লাঙ্গলবন্দে প্রতিবছর হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী পুণ্যস্নানে অংশ নেন। এই উৎসব শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
‘বিদেশি কিছু গণমাধ্যম অর্থ উপার্জনের উদ্দেশে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে’
সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক
২৭৭ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, এইচএসসি পাসেও আবেদন
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪
পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক খায়রুল
ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী
যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা রাজনীতি করার অধিকার রাখে না
লৌহজংয়ে কার্টনে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’
যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)
শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
গরমে তৃষ্ণা মেটানোর বদলে ডিহাইড্রেটেড করবে যেসব পানীয়
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ
আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বসেরা, বাংলাদেশের অবস্থান ১৮১তম