নওগাঁয় চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে ৪১০ লিটার চোলাই মদসহ চঞ্চল সিং (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রবিবাব (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক উপজেলার কামারপাড়া এলাকার মৃত রবিন সিংয়ের ছেলে।
সোমবার (১ মে) র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে চোলাই মদ কারবারের সঙ্গে জড়িত। ওই যুবক এসব অবৈধ চোলাই মদ সংগ্রহ করে জেলার ও জেলার বাইরে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চঞ্চলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে ধামইরহট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, আসামির বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসজি
