দম্পতির হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩
সাভারে ঘরে ঢুকে দম্পত্তির হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (২০ মার্চ) ভোরে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ মার্চ) ঢাকা প্রকাশকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের বিরুলিয়ার মোঃ সালেকের ছেলে সোবহান (২০) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে শান্ত (১৭) এবং ধামরাইয়ের হীরানদী কুল্লা মধ্যপাড়া এলাকার মোঃ খোরশেদ আলীর ছেলে সুমন আলী (২৩)।
ডিবি পুলিশ জানায়, গত বছরের ৩০ মার্চ সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকার বিল্লাল হোসেনের বাড়িতে ঢুকে বিল্লাল ও তার স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও দামি জিনিসপত্র নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েকজন ডাকাত।
এই ঘটনার পরের দিন ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে সাভার থানায় ডাকাতি মামলা দায়ের করেন। সম্প্রতি এই মামলার দায়িত্ব ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপর ন্যাস্ত করার পর সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) ঢাকা প্রকাশকে বলেন, দম্পতির হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত আসামীদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনাটি স্বীকার করেছে। উক্ত ডাকাতির ঘটনায় আরও কারা জড়িত আছে সে ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।
এএজেড