বিয়ের টাকা জোগাড় করতে শিশু অপহরণ করল প্রেমিক
প্রেমিকার দেওয়া শর্ত পূরণে বিয়ের জন্য ৩ লাখ টাকা জোগাড় করতে এক কন্যা শিশুকে (১০) অপহরণের অভিযোগ উঠেছে প্রেমিক ইব্রাহীম সরকারের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ইব্রাহীম টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তার এমন কাণ্ডে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। এর আগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইলের র্যাব-১৪ জানায়, গত ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানার শিরিরচালা এলাকা থেকে এক কন্যা শিশুকে (১০) ভালো খাবার ও ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে ইব্রাহীম। এ সময় সেখান থেকে প্রথমে সিরাজগঞ্জ ও পরবর্তীতে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার সারপলশিয়া এলাকায় তার এক আত্মীয়ের বাসায় লুকিয়ে রাখে শিশুটিকে। পরে শিশুটির মায়ের কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ইব্রাহীম। অন্যথায় তার শিশুকে হত্যার হুমকি প্রদান করে। এ ঘটনার প্রেক্ষিতে অপহৃত শিশুর মা র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস দল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী ইব্রাহীমকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেন। প্রেমিকার দেওয়া শর্ত মোতাবেক বিয়ের জন্য ৩ লাখ টাকা জোগাড় করতে শিশুটিকে অপহরণ করে ইব্রাহীম। তার বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, সংশোধনী-২০০৩ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
এসআইএইচ