দুর্বৃত্তদের হামলায় উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ
নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের হামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খান গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনের সিঁড়িতে গুলিবিদ্ধ হন তিনি। এরই প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের ইটখোলায় সড়ক অবরোধ চলছে।
উপজেলা চেয়ারম্যানের পরিবার জানায়, সকালে হাটাহাটি করতে বের হন তিনি। হাটাহাটি করে বাসভবনে প্রবেশের সময় বাসার সিঁড়িতে তাকে গুলি করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের ইটখোলায় টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে ছাত্রলীগ। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে জেলা পুলিশও।
দুর্বৃত্তদের হামলায় উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। এ ছাড়া সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ।
এসআইএইচ