আন্তঃজেলা প্রতারক চক্রের মূলহোতাসহ আটক ৩

যশোরে আন্তঃজেলা প্রতারক চক্রের মূলহোতা শাকিলসহ (৫০) তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের বাইজিদ মুস্তাগির থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩টি কম্পিউটার, ৩টি পিসি, ৩২টি মোবাইল ফোন, নতুন ২০টি মোবাইল সিম, অনেকগুলো টালি খাতা উদ্ধার করা হয়। টালি খাতাগুলোতে রয়েছে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়ার টাকার হিসাব।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালি থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান যশোর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
তিনি বলেন, আটক শাকিল হোসেন অনলাইন প্রতারক চক্রের মূলহোতা। তিনি চট্টগ্রামের পতেঙ্গালীর দক্ষিণ পাহাড়তলি এলাকার শরিফ হোসেনের ছেলে। তার অপর দুই সহযোগী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জোঙ্গাছোলার জহিরুলের ছেলে শুকুর (২২) ও পাবনার সাথিয়া উপজেলার সালাউদ্দিনের ছেলে মহিউদ্দিন (২৮)।
পুলিশ সুপার বলেন, অনলাইনে ভেষজ ও নামী-দামি পণ্য বিক্রির বিজ্ঞাপনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকে প্রতারক চক্রটি সেই মোবাইল নাম্বার সরিয়ে নিজেদের মোবাইল নাম্বার বসিয়ে দেয়। এভাবে তারা যশোরে প্রতারণা করে। এমন কয়েকটি অভিযোগে পুলিশ নজরদারি শুরু করে। একপর্যায়ে প্রতারক চক্রের সন্ধান পেয়ে চট্টগ্রাম থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, প্রতারক চক্রটি বাইজিদ মুস্তাগিরে যে অফিস নিয়ে প্রতারণা করছিল সেই অফিসের মাসিক ভাড়া ৮৫ হাজার টাকা। কর্মচারী হবে ১৪-১৫ জন। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
এসজি
