একুশে পদক পাচ্ছেন নাটোরের মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন
চলতি বছরে একুশে পদক পাচ্ছেন নাটোরের লালপুর উপজেলার অধিবাসী,মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ মমতাজ উদ্দীন। তাকে ওই পদকে ভূষিত করার সিদ্ধান্তে খুশি সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয়রা। এজন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
তথ্যমতে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,অনুষ্ঠান শাখা এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে গত ১২ ফেব্রুয়ারী। উপসচীব বাবুল মিয়া স্বাক্ষরিত ওই পত্রে একুশে পদক ২০২৩ প্রদান সংক্রান্ত ঘোষণায় জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ দেশের ১৯ জন বিশিষ্ট ও ২ টি প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৩ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসমুহের মধ্যে রয়েছে ভাষা আন্দোলনে ৩ জন,শিল্পকলা (অভিনয়) ২ জন,শিল্পকলা (সংগীত) ৩ জন, শিল্পকলা (আবৃত্তি) ১ জন, শিল্পকলা ১ জন, শিল্পকলা (চিত্রকলা) ১ জন, মুক্তিযুদ্ধ ১ জন, সাংবাদিকতা ১ জন, গবেষণা ১ জন, শিক্ষা ২ জন, সমাজসেবা ২ জন, রাজনীতি ২ জন এবং ভাষা ও সাহিত্য ১ জন। ওই পত্রে উল্লেখিত মমতাজ উদ্দীন (মরোণোত্তর) কে মুক্তিযুদ্ধ ক্ষেত্রে একুশে পদক দেয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, মমতাজ উদ্দীন ছিলেন নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ। ২০০৩ সালের ৬ জুন রাত ১০ টার দিকে লালপুর উপজেলার গোপালপুর-আব্দুলপুর সড়কের দাঁইড়পাড়া এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। মমতাজ উদ্দীনের ছোট ভাই, জেলা আওয়ামী লীগ নেতা ও একই আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম জানান, মমতাজ উদ্দীন ছিলেন ষাটের দশকে রাজপথের লড়াকু সৈনিক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে আজীবন তিনি বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়ন করে খেটে খাওয়া মানুষের পাশে থেকেছেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধ,করা ওই সাহসী,লড়াকু সৈনিককে একুশে পদকের জন্য,মনোনীত করায় পরিবার ও এলাকাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এএজেড